বুধবার তাইপে সরকার জানিয়েছে, ৪৫টি চীনা সামরিক বিমান তাইওয়ানের আশেপাশে চলাচল করেছে। এটি চলতি বছরে এখন পর্যন্ত একদিনে শনাক্ত করা সর্বোচ্চ সংখ্যক চীনা বিমান।
আগামী ২০ মে তাইওয়ানের নতুন রাষ্ট্রপতি লাই চিং-তে শপথ গ্রহণ করবেন। চীন সরকার লাই চিং-তে’কে ‘বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে আখ্যায়িত করেছে। জানুয়ারি মাসের নির্বাচনে লাই চিং-তে জয়লাভের পর থেকেই চীন-তাইওয়ানের মধ্যকার উত্তেজনা বেড়েছে।
চীন সবসময় তাইওয়ানকে তার নিজের অঞ্চল বলে দাবি করে আসছে। এই দ্বীপটির ওপর নিয়ন্ত্রণ আনতে সামরিক শক্তি প্রদর্শনেও পিছপা হবেন না বলে জানিয়েছে তারা ।
তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় (স্থানীয় সময় সকাল ৬টা পর্যন্ত) ৪৫টি চীনা সামরিক বিমান ও ৬টি যুদ্ধ জাহাজ তাইওয়ানের আশেপাশে চলাচল করেছে। এর মধ্যে ২৬টি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে। এই ১৮০ কিলোমিটার দীর্ঘ প্রণালীটি তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে। এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুই ঘন্টার ব্যবধানে তাদের আকাশসীমায় ২৩টি চীনা বিমান দেখা গেছে।
সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের ওপর ব্যাপক সামরিক চাপ বাড়িয়েছে চীন। প্রায় প্রতিদিনই তাইওয়ানের আশেপাশে টহল দিচ্ছে চীনের যুদ্ধ বিমান, ড্রোন ও যুদ্ধ জাহাজ।
গত সেপ্টেম্বরে সর্বোচ্চ সংখ্যক ১০৩টি চীনা যুদ্ধ বিমান তাইওয়ানের আশেপাশে চলাচল করেছিল। এর মধ্যে ৪০টি বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে।