Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক সব দেশের সাথে পারমাণবিক দক্ষতা শেয়ারের প্রস্তাব দিলো ইরান

সব দেশের সাথে পারমাণবিক দক্ষতা শেয়ারের প্রস্তাব দিলো ইরান

by Mr.Rocky
0 comment
সব দেশের সাথে পারমাণবিক দক্ষতা শেয়ারের প্রস্তাব দিলো ইরান

পারমাণবিক ক্ষেত্রে ইরানের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা অন্যান্য দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সাথে ভাগ করে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন দেশটির পারমাণবিক শক্তি সংস্থা (এইওআই) এর মুখপাত্র বেহরোজ কামালভান্ডি। গত বুধবার তৃতীয় ইরান-আরব বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীদের সাথে মতবিনিময়ের সময় এ কথা বলেন তিনি।

সভায় কামালভান্ডি বলেন, “পারমাণবিক ক্ষেত্রে ইরানের ৫০ বছরে ঐতিহ্য ও অর্জিত অভিজ্ঞতা রয়েছে। আমরা এই সময়ে অনেক বিজ্ঞানী ও বিশেষজ্ঞ তৈরি করতে সক্ষম হয়েছি।” এসময় প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে সহযোগিতার মাধ্যমে পারমাণবিক দক্ষতা ও প্রযুক্তি হস্তান্তরের জন্য ইরান প্রস্তুত বলে জানান তিনি। 

এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং রেডিওফার্মাসিউটিক্যাল উৎপাদনের ক্ষেত্রে ইরানের অর্জিত সাফল্যকে সবার সামনে তুলে ধরেন এইওআই এর মুখপাত্র। এসময় কামালভান্ডি ইরান এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মধ্যে আলোচনায় কারিগরি থেকে রাজনৈতিক বিষয়গুলি প্রাধান্য পাওয়া নিয়ে আফসোস প্রকাশ করেন।

ইরানে বর্তমানে ৯১৫মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। আগামী ২০ বছরের মধ্যে ২০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার অংশ হিসাবে আরও দুটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ চলমান রয়েছে দেশটিতে।

বিগত বছরগুলিতে পারমাণবিক শক্তি কর্মসূচীতে পশ্চিমা নিষেধাজ্ঞা ও প্রতিবন্ধকতা উপেক্ষা করে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে ইরান। ২০১৫সালে পরমাণু শক্তিধর ছয় দেশের সাথে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন চুক্তি স্বাক্ষর করে নিজেদের পারমাণবিক কর্মসূচী শান্তিপূর্ণ রাখার মনোভাব প্রকাশ করে দেশটি।

Source: https://www.presstv.ir/Detail/2024/05/16/725672/Iran-Kamalvandi-share-nuclear-expertise 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?