Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯

মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯

by Mr.Rocky
0 comment
মেক্সিকোতে নির্বাচনী প্রচারণার মঞ্চ ভেঙে নিহত ৯

উত্তর মেক্সিকান রাজ্য নুয়েভো লিওনে বুধবার (২২ মে) সন্ধ্যায় সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রচারণা অনুষ্ঠানে একটি মঞ্চ ভেঙে পড়ার পর নয়জন নিহত হয়েছেন।

দেশটির বর্তমান প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এ তথ্য নিশ্চিত করে বলেন, উত্তরাঞ্চলীয় রাজ্য নিউভো লিওনের সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে একটি দমকা হাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে। গভর্নর স্যামুয়েল গার্সিয়া সাংবাদিকদের বলেছেন, এই দূর্ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছেন।

মেক্সিকোর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠান জানিয়েছে, আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

সেন্ট্রিস্ট সিটিজেনস মুভমেন্ট পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেনেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, সান পেদ্রো গারজা গার্সিয়া শহরে চালানো নির্বাচনী প্রচারণায় হঠাৎ করে একটি ঝড়ে মঞ্চটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় আহত হয়েছেন প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ নিজেও। তিনি স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ আছেন বলে জানান। তবে তার কর্মীরা আহত হওয়ায় তিনি নির্বাচনী প্রচারণা স্থগিত করেছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন মেইনেজ। এরপরেই দৌঁড়ে তাকে সেখান থেকে সরে যেতে দেখা যায়। 

Source: https://www.reuters.com/world/americas/least-4-killed-mexico-after-stage-collapse-campaign-event-local-media-report-2024-05-23/ 

https://youtu.be/wNCXLuh2YTo

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?