Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক চরম আবহাওয়ায় পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বৃদ্ধি

চরম আবহাওয়ায় পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বৃদ্ধি

by Hocchetaki
0 comment
চরম আবহাওয়ায় পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বৃদ্ধি

পূর্ব ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার কারণে কলেরার প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক সময়ে মালাউই এবং জাম্বিয়ায় সবচেয়ে খারাপ কলেরা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে জিম্বাবুয়ে কয়েক দফায় আঘাত করেছে পানিবাহিত এই রোগ। মোজাম্বিক, কেনিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়াও চলছে ব্যাপক আকারে কলেরা মহামারী।

স্বাস্থ্য কর্তৃপক্ষ, বিজ্ঞানী এবং ত্রাণ সংস্থাগুলি জানিয়েছে, আফ্রিকায় পানিবাহিত এই ব্যাকটেরিয়া সংক্রমণের ঊর্ধ্বগতির মূল কারণ হল দেশটির আবহাওয়া। এল নিনোর প্রভাবে সবগুলো দেশই প্রবল বন্যা ও খরার মুখোমুখি হয়েছে।

জিম্বাবুয়ে এবং জাম্বিয়ায় চরম খরার কারণে নিরাপদ পানির উৎস কমে গেছে। বিপরীতে এই মাসের শুরুর দিকেই কেনিয়া এবং পূর্ব আফ্রিকার অন্যান্য অংশে মারাত্মক বন্যার কারণে দেখা যাচ্ছে কলেরার প্রাদুর্ভাব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কলেরাকে দারিদ্র্যের রোগ হিসাবে অভিহিত করেছে। কারণ যেখানে পরিষ্কার পানির অভাব এবং পয়ঃনিষ্কাশন ব্যবস্থা খারাপ থাকে, সেখানেই এই রোগ বেশি দেখা যায়। প্রধানত আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার অঞ্চলগুলোতে কলেরার প্রভাব সবথেকে বেশি রয়েছে।

কলেরা মহামারী ঠেকাতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা কলেরা টিকার আরো বেশি প্রয়োগের উপরে জোর দিচ্ছেন। কিন্তু বিশ্বব্যাপী এখন কলেরার টিকারও সংকট দেখা দিয়েছে।

Source: https://www.africanews.com/2024/05/24/extreme-weather-stirs-severe-cholera-outbreaks-in-parts-of-east-and-southern-africa/ 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?