Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র মেমোরিয়াল ডে-তে আত্মত্যাগী সেনাদের বাইডেনের সম্মান 

মেমোরিয়াল ডে-তে আত্মত্যাগী সেনাদের বাইডেনের সম্মান 

by Hocchetaki
0 comment
মেমোরিয়াল ডে-তে আত্মত্যাগী সেনাদের বাইডেনের সম্মান 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে, আত্মত্যাগী মার্কিন সৈন্যদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। যুক্তরাষ্ট্রে, প্রতি বছর মে মাসের শেষ সোমবার মেমোরিয়াল ডে পালন করা হয়। যেসকল সেনা সদস্য সামরিক বাহিনীতে থাকাকালীন নিহত হয়েছেন, তাঁদের সম্মান জানানোর জন্য বিশেষ দিন এটি।

অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্যে, বাইডেন বলেন, “মারা যাওয়া সেনারা কোনো স্থানের, কোনো ব্যক্তির বা প্রেসিডেন্টের প্রতি নয়, বরং যুক্তরাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।” 

প্রেসিডেন্টের ওয়েস্ট পয়েন্টের স্নাতকোত্তর অনুষ্ঠানের ভাষণকেও এই বক্তব্যের সাথে অনেকেই তুলনা করছেন। সেখানে তিনি নতুন সৈন্যদের বলেছিলেন, তারা গণতন্ত্রের রক্ষক এবং তারা কোনো রাজনৈতিক দলের বা প্রেসিডেন্টের নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শত্রুদের বিপক্ষে প্রতিশ্রুতিবদ্ধ হতে যাচ্ছেন।

প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে বেউ বাইডেন, ডেলাওয়ার এয়ার ন্যাশনাল গার্ডে ইরাকে দায়িত্ব পালন করেন এবং ২০১৫ সালে ব্রেন ক্যান্সারে মারা যান। তার ছেলের স্মৃতিচারণ করতে যেয়ে তিনি বলেন, “এই সপ্তাহে আমার ছেলে বেউকে হারানোর নয় বছর পূর্ণ হলো। সে যুদ্ধক্ষেত্রে মারা যায়নি। সে সেনাবাহিনীতে ইরাকে এক বছরের জন্য বার্ন পিটের পাশে থাকার ফলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়।” তিনি আরও উল্লেখ করেন যে, তিনি দায়িত্বে আসার পর থেকে ৩০টিরও বেশি বিল স্বাক্ষর করেছেন যা ভেটেরান সৈন্যদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করবে। এর আগে, বাইডেন হোয়াইট হাউসে ভেটেরানদের জন্য মেমোরিয়াল ডে প্রাতঃরাশের আয়োজন করেন।

Source: https://www.cbsnews.com/news/biden-honors-u-s-troops-memorial-day-2024/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?