শুক্রবার গাজার দক্ষিণ শহর রাফাহের উত্তরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ত্রাণশিবিরে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করে। এই ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং আরও ৫০ জন আহত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।
সিভিল ডিফেন্স মুখপাত্র আহমেদ রাদওয়ান জানান, উপকূলীয় অঞ্চলে দুটি স্থানে গোলাবর্ষণের কথা প্রত্যক্ষদর্শীরা উদ্ধারকর্মীদের জানিয়েছে। এই হামলার স্থানগুলো ইসরায়েলি নির্ধারিত নিরাপদ অঞ্চলের ঠিক বাইরে ছিল।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ঘটনাটি পর্যালোচনা চলছে। এই এলাকায় আইডিএফ দ্বারা কোনও হামলার প্রমাণ নেই বলে তাদের দাবি থাকলেও, ইসরায়েল পূর্বেও মুওয়াসির এর আশেপাশের এলাকায় বোমা হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক অভিযানে রাফাহ থেকে এক মিলিয়নেরও বেশি মানুষ পালিয়ে গেছে। জাতিসংঘ বলছে, গাজার কোনো স্থানই নিরাপদ নয় এবং মানবিক পরিস্থিতি ভয়াবহ।
নয়মাস ধরে চলা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা বাড়ছে। গাজায় ইসরায়েলের সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞের ফলে ক্ষতিগ্রস্ত বেসামরিক জনগণ প্রাণ হারাচ্ছে ও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ইসরায়েল বলছে তারা হামাস যোদ্ধা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে এর ফলে বেসামরিক মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৭,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।