গাজা সিটির বিভিন্ন এলাকায় রীতিমতো তাণ্ডব শুরু করেছে ইসরাইল। ফিলিস্তিনিদের আরো দক্ষিণ দিকে আশ্রয় নেয়ার নির্দেশনা দিয়েছে। এমনকি দক্ষিণ অঞ্চলের রাফাহতেও বোমা হামলা চালিয়েছে।
শেজাইয়া এলাকার বাসিন্দারা জানান গতকাল বিকেলে ইসরাইলি বাহিনী গুলি চালাতে চালাতে ট্যাংক নিয়ে অগ্রসর হয়। পাশাপাশি রাতভর চলে ড্রোন হামলা। এসময় অসংখ্য বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়।
ফিলিস্তিনি বেসামরিক জরুরি বিভাগ থেকে জানানো হয় শেজাইয়াতে অনেক মানুষ হতাহতের শিকার হয়েছে। কিন্তু তাদের উদ্ধারকারী দল এই যুদ্ধাস্থার মাঝে সেখানে পৌঁছাতে পারছে না। এসময় সাবরা মহল্লায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে।
ইসরাইল দাবি করছে হামাস যোদ্ধারা বেসামরিক নাগরিকদের সাথে মিশে আছে। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে শেজাইয়া এবং আশেপাশের এলাকা থেকে বাসিন্দাদের আরো দক্ষিণের মানবিক করিডোরে আশ্রয় নিতে বলা হয়। অন্যদিকে হামাস ও বাসিন্দারা জানান ইসরাইলি সেনারা পূর্ব ঘোষণার আগেই শেজাইয়াতে আক্রমণ চালায় এবং দক্ষিণের রাস্তা বন্ধ করে দেয়। ফলে বাসিন্দারা গোলাগুলির মধ্যেই পশ্চিমদিকে আশ্রয় নিতে বাধ্য হয়।
অপরদিকে গাজায় তীব্র দুর্ভিক্ষের ঝুঁকি সৃষ্টি হয়েছে। পাঁচ লাখেরও বেশি মানুষ মারাত্মক খাদ্য সংকটের মধ্যে রয়েছে। গতকাল অপুষ্টির কারণে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দিয়ে ক্ষুধা এবং অপুষ্টির কারণে এপ্রযন্ত অন্তত ৩১ শিশু মৃত্যু বরণ করেছে।
Source: https://www.arabnews.com/node/2538706/middle-east