বেশিরভাগ ইসরাইলি নাগরিকের তাদের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি কোনো আস্থা নেই। তাকে আর পরবর্তী মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে চান না, এমনকি রাজনীতি ছেড়ে দেয়াই তার জন্য উপযুক্ত মনে করেন।
ইসরাইলি গণমাধ্যম চ্যানেল 12 এর এক জরিপে দেখা যায় দুইতৃতীয়াংশ ইসরাইলি নাগরিক অর্থাৎ ৬৬ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ চান। তাকে সপ্তম মেয়াদে সরকার পরিচালনা করার উপযুক্ত মনে করেন না।
কেবল মাত্র ২৭ পার্সেন্ট মানুষ নেতানিয়াহুকে সমর্থন করেন এবং পরের মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে তাকে চান।
অন্য একটি সংবাদপত্র ম্যারিভের জরিপে দেখা যায় ন্যাশনাল ইউনিটি পার্টির প্রধান বেনি গান্টজ প্রধানমন্ত্রী হবার দৌড়ে নেতানিয়াহুকে ছড়িয়ে গেছেন।
তবে নেতানিয়াহুর আগাম নির্বাচন দেয়ার কোনো ইচ্ছা না থাকায় ইসরাইলে আপাদত নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। যার কারণে চলমান যুদ্ধের মধ্যেই তিনি বৈশ্বিক নিন্দার মুখোমুখি হয়েছেন।
গত সাত অক্টোবরে হামাসের হামলার পর থেকে নেতানিয়াহু বার বার নানা ধরনের বিক্ষোভ এবং সমালোচনার মুখোমুখি হয়েছেন। বিক্ষোপকারীরা দাবি করে আসছে তিনি যেন হামাসের সাথে বন্দী বিনিময় চুক্তি করে ইসরাইলি বন্দীদের মুক্তির ব্যবস্থা করেন এবং গাজা যুদ্ধের অবসান ঘটান।
যদিও তিনি গাজা যুদ্ধের আগে থেকেই এ ধরনের বিক্ষোভ এবং সমালোচনার মুখোমুখি হয়ে আসছেন। মূলত বিচার ব্যবস্থা নিয়ে নতুন আইন প্রণয়ন এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পর থেকেই তার বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে।