ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা জানিয়েছে (UNRWA) জানিয়েছে গাজায় হাজার হাজার ফিলিস্তিনি খাদ্য, পানি, ঔষধ কিংবা বাসস্থানের মত মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
সামাজিক মাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি জানায় গাজায় হাজার হাজার মানুষের পর্যাপ্ত খাবার, পানি, ঔষধ কিংবা থাকার কোনো জায়গা নেই।
তারা আরও জানায় গাজায় ত্রাণ প্রবেশের পরিমাণ খুবই সামান্য। এমনকি সেখানে ময়লা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা চরমভাবে সীমাবদ্ধ। গাজার একটি বড় এলাকা এখন শুধুই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।
জাতিসংঘের অন্য একজন ত্রাণ সহায়তা কর্মী লুইজ ওয়াটারিজ বলেন গাজা খুবই সংকটপূর্ণ সময় পর করছে। এর একমাত্র সমাধান হলো পর্যাপ্ত ত্রাণ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগে থেকেই যুদ্ধবিরতির কথা বলে আসছে। কিন্তু ইসরাইল তা উপেক্ষা করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
গাজায় এ প্রযন্ত অন্তত ৩৭,৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এবং আরো অন্তত ৮৬,৮০০ মানুষ আহত হয়েছে।
আন্তর্জাতিক আদালত ইতিমধ্যেই ইসরাইলকে গাজায় গণহত্যা চালানোর অভিযোগে করেছে। এবং অবিলম্বে রাফাহতে অভিযান বন্ধ করতে বলেছে।