Monday, December 23, 2024
Home আফগানিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে পাকিস্তান, জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে পাকিস্তান, জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

by Hocchetaki
0 comment
আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে পাকিস্তান, জানালেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী

সন্ত্রাসবাদ দমনে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়ে যাবে পাকিস্তান। তাদের দাবি পাকিস্থান বিরোধী সন্ত্রাসীরা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। 

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন আফগানিস্তানে চালানো সাম্প্রতিক অভিযানে পাকিস্তানের নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা সন্ত্রাসী সংগঠনের উপর হামলা করা হয়েছে। আমরা তাদেরকে কোনো ধরনের ছাড় দিব না। আমাদের উপর হামলা করা হলে, আমরাও পাল্টা জবাব দেবো। 

এসময় তিনি আফগানিস্তানে হামলার বৈধতার বিষয়ে বলেন পাকিস্তান আসন্ন অভিযানের কথা কাউকে জানায় না। আমরা কি তাদের বলব যে তোমরা তৈরি থাকো, আমরা আক্রমণ করছি। 

অন্যদিকে তালিবান সরকার এ ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লংঘন হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়া পাকিস্তানের এ মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করেছে। তালেবান পাকিস্তানকে সতর্ক করে বলে তাদের সীমান্তে হামলার পরিণতি ভোগ করতে হবে। 

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সাথে বৈরিতা শুরু হয়েছে। পাকিস্তানের দাবি অনুযায়ী পাকিস্তানি তালেবান টিটিপি আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। 

তবে বিশ্লেষকদের মতে মূলত চীনের চাপে পড়ে আফগানিস্তানে হালমা চালিয়েছে পাকিস্তান। চীন পাকিস্তানে কাজ করা ২৯০০০ চিনা নাগরিকের নিরাপত্তা নিয়ে শংকিত। গত মার্চে পাকিস্তানে এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চিনা প্রকৌশলীর মৃত্যু হয়। পাকিস্তান সেনাবাহিনী এ ঘটনার পরিকল্পনা আফগানিস্তানে হয়েছে বলে দাবি করেছে। 

Source: https://www.bbc.com/news/articles/c7289yvl84po

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?