Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবিতে ডেমোক্র্যাটদের চাপ

প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবিতে ডেমোক্র্যাটদের চাপ

by Hocchetaki
0 comment
প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাইডেনের সরে দাঁড়ানোর দাবিতে ডেমোক্র্যাটদের চাপ

২০২৪সালের নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে সবগুলো ধাপ পার করেই ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তবে ডেমোক্র্যাটদের মধ্যে বাইডেনকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ানোর দাবি ক্রমশ বাড়ছে। এদিকে নিয়মিত জনসম্মুখে উপস্থিতির মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হওয়ার জন্য নিজেকে মানসিকভাবে উপযুক্ত প্রমাণ করার চেষ্টা করছেন বাইডেন।

রবিবার পেনসিলভানিয়ায় দুটি প্রচার কার্যক্রমের পর বাইডেনের টেলিভিশন সাক্ষাৎকার ডেমোক্র্যাটদের আশ্বস্ত করতে ব্যর্থ হয়।

২০০৮সালে প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার জয়ের কারিগর ডেভিড অ্যাক্সেলরডও বাইডেনকে তার পরবর্তী পদক্ষেপ নিয়ে সাবধানে পা ফেলার পরামর্শ দিয়েছেন।

এদিকে বাইডেনের প্রার্থীতা থেকে সরে যাওয়ার দাবিতে নতুন যোগ দিয়েছেন মিনেসোটার ডেমোক্র্যাটিক সদস্য অ্যাঞ্জি ক্রেগ। সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে তিনি লিখেছেন, “প্রেসিডেন্ট বাইডেন একজন ভাল মানুষ এবং আমি তার সেবার প্রশংসা করি। তবে আমি বিশ্বাস করি, পরবর্তী প্রজন্মের নেতৃত্বের জন্য তাকে পদত্যাগ করা উচিত।”

এনবিসি নিউজের প্রতিবেদন অনুসারে হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস রবিবার তার সহকর্মীদের সঙ্গে প্রেসিডেন্টের প্রার্থীতা নিয়ে আলোচনা করবেন।

এদিকে এবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে নির্বাচনের পূর্বে ট্রাম্পের বিজয়ের আভাস দেয়া সব জরিপ প্রত্যাখান করে বাইডেন নিজেকে যোগ্য প্রেসিডেন্ট হিসেবে দাবী করেছেন। এসময় নিজের মানসিক ভারসাম্য ঠিক আছে জানিয়ে তিনি বলেন, “আমি প্রতিদিনই পরীক্ষা করি আমার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করছে কিনা। কারণ আমি বিশ্ব চালাচ্ছি।”

সাম্প্রতিক সময়ের বাইডেনের বয়স ও সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠার পর অনেক ডেমোক্র্যাট নেতা বাইডেনের পুনঃনির্বাচনের প্রার্থনা নিয়ে সমালোচনা এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বিশ্বাস করেন বাইডেনের এখন নির্বাচন সরে দাঁড়ানো উচিত।

তবে বাইডেন সরে গেলে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের মনোনয়ন দেয়া হতে পারে তাদের অনেকেই এখনো বাইডেনের প্রতি সমর্থন ধরে রেখেছেন। 

Source: https://www.ft.com/content/fdab4c38-b9c9-4ca5-ba19-a8566e8714b8 

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?