Monday, December 23, 2024
Home আরববিশ্ব ইসরাইলের জাহাজ ও সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

ইসরাইলের জাহাজ ও সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা

by Hocchetaki
0 comment

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জানায় গতকাল রবিবার  এডেন উপসাগরে একটি ইসরাইলি জাহাজে আক্রমণ করা হয়। এছাড়াও তারা ইসরাইলের বন্দর নগরী এইলাতের সামরিক স্থাপনায়ও হামলা করে। 

হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারী বলেন তারা এডেন উপসাগরে এমএসসি ইউনিফিক (MSC UNIFIC) জাহাজে বেশ কয়েকটি বালিস্টিক মিসাইল এবং ড্রোন হামলা করে।

তিনি আরো জানান যে সংগঠনটি ইসরাইলের অভ্যন্তরে বন্দর নগরী এইলাতে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালায়। এবিষয়ে বিস্তারিত না বললেও তিনি জানান এসব হামলা লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। 

তবে ইসরাইলের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সারী বলেন গাজায় বাস্তুচ্যুত অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরাইলি বর্বর হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়। আল মাওয়াসী ক্যাম্পে ইসরাইলের হামলায় নব্বই জন নিহত ও অন্তত ৩০০ জন আহত হয়।

২০২৪ এর শুরু থেকেই আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট হুথিদের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। তবে হুথিরাও এসব হামলার পাল্টা জবাব দিয়ে আসছে। তারা জানায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের বিষয়ে হস্তক্ষেপ করায় এখন থেকে আমেরিকা ও ব্রিটেনের জাহাজেকেও লক্ষ্যবস্তু করা হবে। 

হুথিরা মূলত গাজায় ইসরাইলি নৃশংসতার প্রতিবাদে লোহিত সাগর ও এডেন উপসাগরে চলাচলকারী ইসরাইলের সাথে সম্পর্কিত জাহাজে আক্রমণ করে। তারা জানায় গাজা যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া প্রযন্ত হুথিদের এসব হামলা অব্যাহত থাকবে। চলমান যুদ্ধে গাজায় এ প্রযন্ত প্রায় ৩৮,৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

Source: https://www.trtworld.com/middle-east/yemens-houthis-attack-israeli-ship-military-targets-in-israel-18183811

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?