ভারতের পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবন্ধী কোটার ব্যবহার নিয়ে এবার একের এক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি প্রতিবন্ধী কোটার সুবিধা ব্যবহার করে আইএএস কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন পূজা খেদকার। তারপরেই পূজার বিভিন্ন বক্তব্যের জেরে তার প্রতিবন্ধী কোটার অবৈধ ব্যবহারের তথ্য সামনে আসে।
এবার এমনই এক অভিযোগ উঠেছে প্রাক্তন আইএএস কর্মকর্তা অভিষেক সিংহের বিরুদ্ধেও। ২০১১ ব্যাচের আইএএস কর্মকর্তা অভিষেক সিংহ প্রতিবন্ধী কোটায় ভারতের পাবলিক সার্ভিস কমিশনে যোগদান করেন। গত বছর অভিনেতা হওয়ার জন্য চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন অভিষেক। তারপরেই তার নাচ ও জিমের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর সরকারি চাকরি লাভে প্রতিবন্ধী সার্টিফিকেটের ব্যবহার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি।
ইউপিএসসি নির্বাচনের প্রক্রিয়ায় ছাড় পাওয়ার জন্য লোকোমোটর প্রতিবন্ধকতার দাবি করেছিলেন অভিষেক সিংহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলি দেখার পর, অনেক ব্যবহারকারী এই প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে সমালোচনাকারীদের অভিযোগ উড়িয়ে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছে অভিষেক। এক্স- ওয়েবসাইটে দেয়া এক বার্তায় অভিষেক বলেন,
“যদিও আমি কোনো সমালোচনার দ্বারা প্রভাবিত হই না, তবে আমার সমর্থকদের অনুরোধে এই প্রথমবার আমি আমার সমালোচকদের উত্তর দিচ্ছি। আমি সংরক্ষিত গোষ্ঠীগুলোকে সমর্থন করার পর থেকে, সংরক্ষণবিরোধীরা আমাকে লক্ষ্যবস্তু করেছে। তারা আমার জাত ও চাকরি নিয়ে প্রশ্ন তোলে। আমি বলি, আমি সংরক্ষিত কোটায় নয়, কঠোর পরিশ্রম ও সাহসের দ্বারা সব কিছু অর্জন করেছি।”
কোনো ধরনের সরকারি সাহায্য ছাড়াই নিজ উদ্যোগে পরিচালিত
‘ইউনাইটেড বাই ব্লাড’ এবং ‘নো-শেম মুভমেন্ট’ মতো উদ্যোগের মাধ্যমে সামাজিক কাজ করার মাধ্যমে নিজের সার্থকতা দাবি করেন অভিষেক। এসময় তিনি সরকারি চাকরিতে সংরক্ষিত জনসংখ্যার অনুপাতে কর্মী নেয়ার পক্ষে মত জানান তিনি।