ফিলিস্তিনি এক আইনজীবী ইসরাইলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের করুন পরিস্থিতির কথা তুলে ধরেন। ফিলিস্তিনি বন্দীরা প্রতিনিয়ত চরম দুর্দশা ও অবর্ণনীয় নির্যাতনের মুখোমুখি হচ্ছে।
ফিলিস্তিনি কমিশন অফ ডিটেইনিস এফেয়ার্সের একজন আইনজীবী খালেদ মহাজনা এক সংবাদ সম্মেলনে বলেন তিনি গত রবিবার ইসরাইলি কারাগারে বন্দী দুজন ফিলিস্তিনির সাথে দেখা করেন। তারা এখন অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহর নিকটে অফার কারাগারে বন্দী।
বন্দীদের একজন মোহাম্মদ আরাব স্দে টেইমান (Sde Teiman) কারাগারে থাকাকালীন তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। আরাব পেশায় একজন সাংবাদিক।
আরাব বলেন তিনি গাজার বন্দীদের ধর্ষনের শিকার হতে দেখেছেন। এদের একজনকে জোর পূর্বক বিবস্ত্র করে রাখা হয়েছিল। এই বন্দীর শারীরিক ও মানসিক অবস্থা ছিল খুবই করুন।
অন্য এক বন্দীকেও বিবস্ত্র করে ইলেকট্রিক শক দেয়া হয়েছিল এবং তিনি যৌন নির্যাতনেরও শিকার হয়েছে।
মহাজনা বলেন ফিলিস্তিনি বন্দীদের মাথার পেছনে হাত বেঁধে ফ্লোরে শুইয়ে রাখা হয়। তারপর তাদের উপর পুলিশি কুকুর লেলিয়ে দেয়া হয়।
মহাজনার মতে গত কয়েকদিনের মধ্যে একশরও বেশি বন্দী কে স্দে টেইমান বন্দী শিবির থেকে চোখ বেঁধে রমল্লাহর কাছে অফার কারাগারে নিয়ে যাওয়া হয়। এসব তাদের বলা হয়েছিল যে তাদেরকে গাজার নিকটবর্তী কোনো কারাগারে নেয়া হচ্ছে।
ইসরাইলের কারা কর্তৃপক্ষের মতে বর্তমানে ৯০০০ হাজারেরও বেশি ফিলিস্তিনি ইসরাইলের বিভিন্ন কারাগারে বন্দী রয়েছে। যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
এদিকে চলমান গাজা ইসরাইল যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধ বিরতি আলোচনার মাঝেই ইসরাইল গাজায় ভয়াবহ গণহত্যা চালাচ্ছে। ইসরাইলের হামলায় এপ্রযন্ত প্রায় ৩৮,৭০০ ফিলিস্তিনি নিহত হয় এবং আরও অন্তত ৮৯০০০ আহত হয়েছে।