Monday, December 23, 2024
Home আন্তর্জাতিক সৌদি ক্রাউন প্রিন্সের প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী 

সৌদি ক্রাউন প্রিন্সের প্রশংসায় ব্রিটিশ প্রধানমন্ত্রী 

by Hocchetaki
0 comment

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও ব্রিটিশ প্রধনমন্ত্রী কেইর স্টারমার গতকাল সোমবার ফোনালাপ করেছেন। এসময় মোহাম্মদ বিন সালমান স্টারমার ও লেবার পার্টির জয়ে অভিনন্দন জানানোর জবাবে স্টারমার ক্রাউন প্রিন্সকে ধন্যবাদ জানায়। 

ব্রিটিশ প্রানমন্ত্রী মধ্য প্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন। স্টারমার আঞ্চলিক পিরাপত্তা প্রতিষ্ঠায় ক্রাউন প্রিন্সের নেতৃত্তেরও প্রশংসাও করেন। তিনি বলেন মধ্য প্রাচ্যের নিরাপত্তা রক্ষায় ব্রিটেন সর্বদা অঙ্গীকারবদ্ধ। 

ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সৌদি ক্রাউন প্রিন্সের আলোচনায় ব্রিটেন ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের সুসম্পর্কের প্রতিফলন দেখা গেছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। 

পরবর্তীতে তারা দুই দেশের মধ্যে বাণিজ্য ও পরস্পরকে সামরিক সহায়তার  বিষয়ে আলোচনা করতে ইচ্ছা পোষণ করেছেন। 

অন্যদিকে সৌদি আরবের শুরা পরিষদের সদস্যরা রাষ্ট্রীয় সফরে বাহরাইন পৌঁছেছে। সৌদি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় সৌদি শুরা পরিষদের স্পিকার শেইখ আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন ইব্রাহিম আল শেইখ সফরের নেতৃত্ব দিচ্ছেন। 

উত্ত সফরে তিনি বাহরাইনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। এসময় তিনি বাহরাইনের শুরা পরিষদের চেয়ারম্যান আলী বিন সালেহ আল-সালাহ এর সঙ্গেও বৈঠক করবেন। 

এই সফরে সৌদি আরব ও বাহরাইনের মধ্যে একটি সমঝোতা চুক্তির কথা রয়েছে। এ সফরকে মোহাম্মদ বিন সালমানের উপসাগরীয় দেশগুলোর সাথে সৌদি আরবের সম্পর্ক জোরজারের একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। 

Source: 

  1. https://www.arabnews.com/node/2550291/saudi-arabia

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?