যুক্তরাষ্ট্র ডেস্ক।।
রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে নামার ১৩ মাসের মাথায় সরে দাড়াচ্ছেন নিকি হ্যালি। এতে দলটির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইলো না।
সাউথ ক্যারোলাইনা থেকে নিজের প্রচারণার শুরু করেছিলেন হ্যালি। রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের একতরফা সমর্থনের কারণে একে একে অন্য সব প্রতিদ্বন্দ্বীরা যখন প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করেন, তখনও লড়াই চালিয়ে যান তিনি। তবে অবশেষে ক্ষান্ত দিতে যাচ্ছেন নিকি হ্যালি।
এর আগে সাউথ ক্যারোলাইনার গভর্নর হিসেবে দুই দফা দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতও। জানা গেছে, বুধবারই তিনি তার নাম প্রত্যাহারের ঘোষণা দেবেন। তবে এরপর তিনি ট্রাম্পকে সমর্থন দেবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
এছাড়াও গতকালকের সুপার টুয়েসডে তে ভোটাভুটিতে বড় জয় পেয়েছেন ট্রাম্প। এর ফলে হ্যালির সামনে আসলে রিপাবলিকান দল থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেজন্যই নিকি হ্যালী প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়াতে হলো।
আরও পড়ুন: হঠাৎ বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার, বিশ্বজুড়ে বিপর্যয়