Monday, December 23, 2024
Home আরববিশ্ব জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ জন পশ্চিমা ক্র

জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩ জন পশ্চিমা ক্র

by Md Nayem
0 comment
জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় এই প্রথম নিহতের ঘটনা ঘটলো, নিহত ৩ জন পশ্চিমা ক্র

আরববিশ্ব ডেস্ক।।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় তিন ক্রু নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।  সশস্ত্র হুথি গ্রুপের লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা শুরুর পর, প্রথম নিহতের ঘটনা এটি।

স্থানীয় সময় গতকাল সাড়ে ১২ টায় বার্বাডোজের পতাকাবাহী “ট্রু কনফিডেন্স”  নামের জাহাজটিতে হামলা চালানো হয়। ইয়েমেনি শহর এডেন থেকে ৫০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে এডেন উপসাগরে জাহাজটির ওপর হামলাটি চালায় হুথি গ্রুপ। 

জাহাজটির তিন ক্রু নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। এদের তিনজনের অবস্থা গুরুতর। জাহাজটিতে আগুন ধরে গেলে অন্যরা পালিয়ে যায়। তবে আগুন নিয়েই জাহাজটি অনেকটা এগিয়ে যায়।  

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিতে মোট ২০ জন ক্রু ছিল। একজন ভারতীয়। চারজন ভিয়েতনামের আর ১৫ জন ফিলিপাইনের নাগরিক। এছাড়া জাহাজের তিন সশস্ত্র প্রহরীর মধ্যে দুইজন শ্রীলঙ্কার আর একজন নেপালের কর্মচারী ছিলো।

হামলার পর এক বিবৃতিতে সশস্ত্র হুথি গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে , ট্রু কনফিডেন্স আমেরিকান জাহাজ। এর নাবিকরা হুথি নৌ বাহিনীর দেয়া সংকেত উপেক্ষা করেছে।  

তবে জাহাজের মালিক ও ব্যবস্থাপকরা জানিয়েছেন, বর্তমানে জাহাজটির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনও সংস্থার কোনও সংশ্লিষ্টতা নেই। সেজন্য হুথিদের এই হামলা ন্যাক্কারজনক ও ঘৃণ্য ঘটনা।

আরও পড়ুন: পবিত্র রমজান মাসে ৯ পণ্যের দাম বাড়াবে না আমিরাত

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?