Monday, December 23, 2024
Home যুক্তরাষ্ট্র নেতানিয়াহুকে নিয়ে বাইডেনের চরম বিরক্তির প্রকাশ পেলো “গোপন মাইকে”  

নেতানিয়াহুকে নিয়ে বাইডেনের চরম বিরক্তির প্রকাশ পেলো “গোপন মাইকে”  

by Md Nayem
0 comment
নেতানিয়াহুকে নিয়ে বাইডেনের চরম বিরক্তির প্রকাশ পেলো গোপন মাইকে  

যুক্তরাষ্ট্র ডেস্ক।।

গতকাল শুক্রবার  স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের শেষে একটি ভিডিও ক্লিপে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে বলছেন “আমি তাকে বলেছিলাম, বিবি, আপনি এই গণহত্যা ও বিরোধের পুনরাবৃত্তি করবেন না, আপনি  ‘যীশুর সভায় আসেন”।   

এখানে ‘বিবি’ বলতে নেতানিয়াহুর কোড নেমকে বুঝানো হয়েছে। আর আমেরিকার স্থানীয় ভাষায় ‘’যীশুর সভায় আসো’’ বলতে বোঝায় দুই ভাই মিলে বৈঠকে বসে খোলামেলাভাবে সব সমস্যার সমাধান করা।  যা সাধারণত অপর ব্যক্তিকে ছোট বা নীচ দেখাতে আমেরিকার স্থানীত ভাষায় ব্যবহৃত হয়। 

ক্যাপিটল হিলে বাইডেনের স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তৃতার শেষে এই মন্তব্যটি “গোপন  মাইকে” রেকর্ড করা হয়। যা গাজা ইস্যুতে নেতানিয়াহুর আচরণে হতাশা ও চরম বিরক্তি প্রকাশ পেয়েছে।

ডেমোক্র্যাটিক পরামর্শদাতা সয়ার হ্যাকেটের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ক্লিপে, বাইডেনকে কলোরাডো ডেমোক্র্যাটিক সিনেটর মাইকেল বেনেট, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং পরিবহন সচিব পিট বুটিগিগের সাথে কথা বলতে দেখা যায়। 

এসময় প্রেসিডেন্ট বাইডেন সিনেটর বেনেটকে বলতে শোনা যায় গাজায় আরও মানবিক সহায়তা দেওয়ার জন্য ইসরায়েলকে চাপ দেওয়া দরকার, সেটা তার সরকার করবে পাশাপাশি কংগ্রেসেরও এগিয়ে আসা দরকার এমন প্রস্তাবে।

এরপরই অন্য একজন সিনেটর বাইডেনকে সতর্ক করে দেন এমন মন্তব্য না করতে কারণ তখনও চারদিকে মাইক চালু করা রয়েছে। তখন বাইডেন বলেন “ ওহ না আমি চারদিকে “হট মাইক” দ্বারা ঘিরে রয়েছি, বুঝতে পারিনি”। 

বাইডেনের এমন অযাচিত ক্লিপ বাহিরে এসে পড়া সম্বন্ধে হোয়াইট হাউসের মন্তব্য এখনও পাওয়া যায়নি। 

এর আগে স্টেট অব ইউনিয়নের ভাষণে মাকির্ন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, রমজান মাসে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি কার্যকর করা ‘কঠিন হবে’। রমজান মাসে যুদ্ধবিরতি সম্বন্ধে এবার জাতিসংঘকে সর্বাত্মক চেষ্টার জন্যও হুঁশিয়ারি দিয়েছেন বাইডেন।  

আরও পড়ুন: গাজায় ত্রাণ পাঠাতে অস্থায়ী বন্দর নির্মাণ করবে যুক্তরাষ্ট্র

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?