আরববিশ্ব ডেস্ক।।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার দিনশেষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া ৭০ বছর বয়সী মোহাম্মদ মুস্তফা বর্তমানে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মোহাম্মদ মুস্তফা বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।
এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।
গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
৩০ বছর আগে অসলো শান্তি চুক্তির আওতায় ফিলিস্তিনের সরকার কাঠামো তৈরি হয়েছিল, যার অধীনে ছিল পশ্চিমতীর, গাজা এবং পূর্ব জেরুসালেম। এই তিন অঞ্চল এক সময় ফিলিস্তিনের স্বাধীনতাকামী রাজনৈতিক দল ফাতাহ এবং অন্য গোষ্ঠীগুলোর জোট ‘প্যালেস্টাইনিয়ান অথরিটির’ অধীনে ছিল। কিন্তু ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ চলে যায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে।
আরও পড়ুন: ইসরায়েলি গুলিতে ত্রাণের অপেক্ষায় থাকা ৬ ফিলিস্তিনির মৃত্যু