সোমবার গাজার আল শিফা হাসপাতালে ভারী অস্ত্র নিয়ে অভিযান পরিচালনা করে ইসরায়েলি সামরিক বাহিনী। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে তারা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আশ্রয় নেয়া বেসামরিক নাগরিক, আহত রোগী এবং চিকিৎসা কর্মীসহ প্রায় ৩০,০০০ লোক হাসপাতালের ভেতরে আটকা পড়েছে।
কয়েক সপ্তাহ আগে উত্তর গাজায় সামরিক অভিযানে হামাসের সামরিক অবকাঠামো ধ্বংসের সাবি জানিয়েছিল ইসরায়েল। সেই অভিযানের পরে আল শিফা হাসপাতালে হামাসের সদস্যরা পুনঃসংগঠিত হচ্ছিলো বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য হামাস এই হাসপাতালকে ব্যবহার করছে বলে বিবৃতিতে অভিযোগ জানিয়েছে দেশটি।
এদিকে ইসরায়েলি বাহিনীর আক্রমণে প্রচুর মানুষ ‘শহীদ’ ও আহত হয়েছেন বলে বিবৃতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেয়া বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, হাসপাতালের ভেতরে কাউকে নড়তে দেখলেই স্নাইপার ও কোয়াডকপ্টার দিয়ে আক্রমণ করা হচ্ছে। ছাড় দেয়া হচ্ছে না স্বাস্থ্যকর্মী কিংবা কোনো অ্যাম্বুলেন্সকেও।
Source: aljazeera.com