Monday, December 23, 2024
Home পাকিস্তান পাকিস্তানে নিরাপত্তা কনভয় লক্ষ্য করে বোমা হামলা

পাকিস্তানে নিরাপত্তা কনভয় লক্ষ্য করে বোমা হামলা

by Mr.Rocky
0 comment
পাকিস্তানে নিরাপত্তা কনভয় লক্ষ্য করে বোমা হামলা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি নিরাপত্তা কনভয়ের কাছে বোমা বিস্ফোরণে দুই সেনা নিহত এবং আরও পনেরো জন আহত হয়েছেন। আঞ্চলিক পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রধান ইনায়েত উল্লাহর বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের অন্তর্গত ডেরা ইসমাইল খানে এই হামলাটি ঘটে। ডেরা ইসমাইল খান এলাকাটি পূর্বে পাকিস্তানি তালেবানদের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।

এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পূর্ববর্তী হামলার দায় স্বীকারের ইতিহাস থাকায় সন্দেহের তীর পাকিস্তানি তালেবানের দিকেই নির্দেশিত হচ্ছে। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত এই সংগঠনটি ২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকেই উজ্জীবিত হয়ে উঠেছে।

গত সোমবার, পাকিস্তান আফগানিস্তানে টিটিপির গোপন আস্তানাগুলিকে লক্ষ্য করে আক্রমণ চালালে কাবুলের তরফ থেকে তার নিন্দা করা হয়। পাকিস্তানের অভিযোগ, সীমান্তজুড়ে উশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে আফগান তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় দিচ্ছে। যদিও প্রতিবারই আফগান তালেবান সরকার অবশ্য এই অভিযোগ অস্বীকার করে আসছে।

এছাড়াও বৃহস্পতিবার, পাকিস্তানের অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশের পাঞ্জগুর জেলায় নিরাপত্তা বাহিনী একটি অভিযান চালিয়ে এক বিদ্রোহী কমান্ডারকে হত্যা করে এবং আরও দু’জনকে আহত করেছে, এমন তথ্য জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানটি একটি চীনা-অর্থায়িত বন্দর গোয়াদরের বাইরে একটি সরকারি ভবনে বেলুচিস্তান লিবারেশন আর্মি গোষ্ঠীর হামলা প্রতিহত করার একদিন পরে পরিচালিত হয়েছিল। ঘন্টাব্যাপী সেই লড়াইয়ে আট জঙ্গিকে হত্যা করা হয় এবং তিনজন নিরাপত্তা কর্মীও নিহত হন।

Source: https://apnews.com/

You may also like

Leave a Comment

হচ্ছেটা কী? একটি নিউজ ওয়েবসাইট এখানে আন্তর্জাতিক এবং দেশীয় সকল আপডেট নিউজগুলো নিয়মিত পাবলিশ করা হয় |

সর্বশেষ খবর

জনপ্রিয় খবর

হচ্ছেটাকী?
হচ্ছেটাকী?